পরিচিতি




চিরঞ্জিত ওঝা। ৮৮ সালে জন্ম তাই সব কাজে অষ্টরম্ভা বাউন্ডুলে টাইপের ছেলে অন্যমনস্ক, পাঁচবার ডাকলে একবার সাড়া দেয় আদ্ধেক জিনিস ভুলে মেরে দেয় মা বলে, একদম ম্যাচিউরিটি নাই  

পি এইচ ডি করছে ইংরেজি সাহিত্যে কিন্তু পড়ায় মন নেই খালি মাঠে গিয়ে মোহনবাগান বা টিভির সামনে আর্সেনাল নিয়ে লাফালাফি করে, আর দিনভর সেসব নিয়ে টুইটারে হিজিবিজি লেখে খেলা না থাকলে ইন্টারনেট ঘাঁটে, বই পড়ে, সিনেমা দেখে... মার্কামারা কুঁড়েরা যা করে আর কি
  
মাঝেমধ্যে চং চাপলে এখান ওখান বেরিয়ে পড়ে আর ছবি তুলে বেড়ায়

লেখালেখির ব্যাপারটা ছোট থেকেই আছে, যদিও লেখার স্পিড আজ পর্যন্ত্য ফার্স্ট গিয়ারেই আটকে আছে প্রথম গল্প ছেপে বেরোয় “দেশ” পত্রিকায় ২০০৮ সালের জানুয়ারিতে, “কোষের মস্তিষ্ক” প্রকাশ পায় কল্পবিজ্ঞান প্রতিযোগিতায় প্রশংসিত হয়ে এরপর ২০১০ সালের মে মাসে প্রথম উপন্যাস “ড্রিম ফ্লাইয়ার” বই আকারে প্রকাশিত হয় পান্ডুলিপি পাবলিশার্স থেকে বছর দুয়েক পরে, ২০১২ সালের জানুয়ারীতে স্মৃতি পাবলিশার্স থেকে প্রকাশিত হয় “কলকাতার পাতালে”, একটি কল্পবিজ্ঞান-ধর্মী গোয়েন্দা উপন্যাস এই বইটি আনন্দবাজার পত্রিকার বেস্টসেলার লিস্টে জায়গা পায়

তিনটি জ’... জন টোলকেন, জোয়ান রোলিং আর জর্জ মার্টিনের অন্ধ ভক্ত তবে ফেলুদা-ব্যোমকেশ-শার্লক নিয়েও মাঝেমধ্যেই ডুব দেয় কবে যে বড় হবে তাই নিয়ে মা-বাবার চিন্তার শেষ নেই