চাপ, কুঁড়েমি ও ভারতীয় ফুটবল

গত মাস দুই ধরে এই সাইটে খুব একটা কিছু পোস্ট করতে পারিনি। অনেক কারণেই সেটা হয়েছে। পড়াশুনোর চাপ, কাজের চাপ, সিনেমা দেখার চাপ, গল্পের বই পড়ার চাপ, মাঠে গিয়ে খেলা দেখার চাপ, আর্সেনাল ফ্যান হওয়ার চাপ, কুঁড়েমি ইত্যাদি। বিশেষ করে কুঁড়েমি। নতুন লেখালিখি কিছু যে হয়নি তা নয়, তবে সেগুলো এখানে তোলার আগে কিছুদিন অপেক্ষা করাটা নানা কারণে প্রয়োজনীয়। আশা করছি আগামী দিনগুলোতে বেশ কিছু গল্প-কবিতা এখানে পোস্ট করতে পারব। আর আমার পরবর্তী উপন্যাস, যা (আশা করি) বই আকারে প্রকাশিত হবে, তা নিয়েও কিছু পাকা খবর আসতে শুরু করবে আর মাস কয়েকের মধ্যেই।

তবে এরই মাঝে ভারতীয় ফুটবল নিয়ে দু'-এক কথা লেখার সুযোগ হয়েছে feverpitch.in ওয়েবসাইটে। তার লিঙ্ক দিয়ে দিলাম এখানে। বিরাট কোনও কাজের চাপ না থাকলে একবার পড়ে দেখাই যায়...


“Fanatic Dialogues: The Story of a Mohun Bagan Fan” - PART ONE, PART TWO


ব্যাস, এইটুকুই বলার ছিল। আজ আবার পরপর বেশ কয়েকটা খেলা আছে। সেগুলো শুরু হয়ে যাবার আগে ভাবছি একঘুম ঘুমিয়ে নেব। রবিবারের দুপুরগুলো জেগে পার করা সত্যি একটা চাপের ব্যাপার। 

No comments:

Post a Comment