হেরো ইস্টবেঙ্গল

কোথায় গেল দিকা-চিডি? কোথায় গেল মোগা?
চুপসে গেল হিরোগিরি, পড়ল ফাঁদে জগা।
ছোট ক্লাবদের হারিয়ে জেতা লিগের গরম শেষ,
আলবার্তো জানত আগেই, তাই পালালো দেশ।
রাগের চোটে স্বপনদা আজ করতাসে হাঁসফাঁস,
রেফারিটা হাত হল না, তাই হয়েছে বাঁশ!
ডার্বি হেরে কাঁদিস বসে, মুখ বাংলার পাঁচ;
দুঃখে ডুবিস কিংফিশারে, পচছে ইলিশ মাছ...
ছিল তোদের রোয়াব বড় দু'দিন ভালো খেলে,
ভাবটা যেন তোরাই রাজা, আমরা এলেবেলে!
আজ শুনে রাখ, তোদের মত হাজার 'কেলাব' আছে
খ্যাতিতে তার কেউ আসে না জাতীয় ক্লাবের কাছে।
গোটা দেশকে মোহনবাগান শেখাল ফুটবল...
তোদের হল গোঁজা পেখম, হেরো ইস্টবেঙ্গল! 

2 comments:

  1. "জাতীয় কেলাব"..... ভালো কথা, তো সরকারি কাগজপত্র কিছু আছে? নাকি থুতু দিয়ে পেছনে একটা তকমা লাগিয়ে ঘুরছেন?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete