তিনটি ছড়া (শীত, ফুচকা ও এরিক মুরান্ডা)



ফ্যাঁচ ফ্যাঁচ হাঁচি আর খুক খুক কাশি
চাদর বাঁদর টুপি আট থেকে আশি
হাওয়া কনকনে
ফুরফুরে মনে
বাঙালির মুখে দেখ আজ কত হাসি।


ফুলকো লুচি ফুচকা সেজে কুচকাওয়াজে যোগ দিল
তাইতে হরি মুচকি হেসে জল-তেঁতুলের ভোগ দিল
খোকন লোভের চোটে
গপগপ তাই লোটে
হরি তখন কুঁচকে ভুরু পেট কামড়ের রোগ দিল।


এরিক মুরান্ডা কলকাতা এসে
ভেবেছিল গোল করে যাবে হেসে হেসে
ডার্বিতে গিয়ে হেরে
বাগানী-রা আসে তেড়ে
এরিকের সোজা ছুট, ফিরে যাবে দেশে।


No comments:

Post a Comment