সব লেখা ছেপে বেরোয় না। খাতার পেছনের পাতায় বা কলেজের বইয়ের ভাঁজে হেলায় মুড়ে রাখা ছেঁড়া কাগজে থেকে যায় অনেক লেখা, যেগুলো বেশিরভাগই হারিয়ে যায়। আর আমার মতো ভুলো মন হলে তো কথাই নেই।
এখানে
ওখানে ছড়িয়ে পড়ে থাকা টুকরো টাকরা গল্প ছড়া কবিতা - কিছু প্রকাশিত, বেশিরভাগ অপ্রকাশিত – এইসবকে এক জায়গায় জড়ো করে
রাখার জন্যই এই সাইটের সূচনা। এই
ছুতোয় যাঁরা পড়ছেন তাঁদের মতামত সরাসরি পাব সেই লোভটাও রয়েছে।
এছাড়া
আমার প্রকাশিত বইগুলির সাথে সকলকে পরিচয় করিয়ে দেওয়ার-ও একটা চেষ্টা থাকবে।
চেষ্টা করব এখানে নিয়মিত লেখা চালিয়ে যেতে। জমে থাকা গদ্য-পদ্যের ভাঁড়ার ফুরিয়ে গেলে নতুন লেখাও লিখব এই সাইটের জন্য।
শুরু
করছি কল্পবিজ্ঞানের গল্প “কোষের মস্তিষ্ক” দিয়ে। লেখাটি আজকালের মধ্যেই
আপলোড করব।
Chiru... First of all congrats man! This is awesome and wonderful! May this page be graced by much much more... :)
ReplyDeleteThanks man... let's see how this thing turns out :)
DeleteExcellent graphics and excellent designs combine well with the sound effects to make a jazzy and exciting sport. The sport additionally has the 1xbet bonus feature which supplies you a logo selected at random which acts as a type of joker in the course of the lifetime of the bonus. A bright and exciting sport in which Gonzo the adventurer travels by way of the South American jungles in search of Eldorado, the lost metropolis of gold.
ReplyDelete